০২ এপ্রিল ২০২৫, বুধবার



ট্রাম্পের মোট সম্পত্তি কত, জরিমানার অর্থ কি পরিশোধ করতে পারবেন?

আন্তর্জাতিক ডেস্ক || ১৭ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:৩২ পিএম
ট্রাম্পের মোট সম্পত্তি কত, জরিমানার অর্থ কি পরিশোধ করতে পারবেন?


জালিয়াতি করে ঋণদাতার কাছে নিজের সম্পদের মূল্য বাড়িয়ে দেখানোর অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৩৫০ মিলিয়ন ডলারের বেশি (৩৫ কোটি ৪৯ লাখ ডলার) জরিমানা করা হয়েছে। এর সঙ্গে সুদ সহ আরও ১০ কোটি ডলার পরিশোধ করতে বলা হয়েছে তাকে।

এ বিষয়ে সাবেক প্রাদেশিক আইনজীবী ডায়না ফ্লোরেন্স বলেন, এই জরিমানার ফলে ট্রাম্পের বড় ধরনের কোনো ক্ষতি হবে না। তবে তিনি বড় অংকের একটি নগদ অর্থ হারাবেন। এর ফলে তার সম্পত্তি উল্লেখযোগ্যভাবে কমে যাবে। 

ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হওয়া এক দেওয়ানি মামলার শুনানি শেষে গতকাল শুক্রবার নিউইয়র্কের এক বিচারপতি ট্রাম্পের বিরুদ্ধে এ জরিমানার আদেশ দেন। একই সঙ্গে তাকে তিন বছরের জন্য নিউইয়র্ক করপোরেশনের কর্মকর্তা কিংবা পরিচালক পদেও নিষিদ্ধ করা হয়েছে। 

যদিও ট্রাম্পের বিরুদ্ধে আনিত অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেছে। এ মামলার রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান। 

ট্রাম্প যদি তার জরিমানার অর্থ পরিশোধ এড়াতে চান এক্ষেত্রে তিনি ৩০ দিন সময় পাবেন। আপিলের মাধ্যমে ট্রাম্প আগামী ৩০ দিনের মধ্যে কতটুকু অগ্রসর হতে পারবেন সেই প্রশ্ন এখন সামনে এসে দাঁড়িয়েছে। 

তবে ট্রাম্পকে যদি শেষ পর্যন্ত এই অর্থ পরিশোধ করতে হয়, তাহলে ট্রাম্প কী তা পরিশোধ করবেন? এ সম্পর্কে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে- ফোর্বস ম্যাগাজিনের হিসেব অনুযায়ী ট্রাম্পের মোট সম্পত্তি রয়েছে ২.৬ বিলিয়ন ডলার। অন্যদিকে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের অফিস ২০২১ সালের একটি হিসেবে জানিয়েছিল ট্রাম্পের মোট বার্ষিক সম্পত্তির পরিমান ২ বিলিয়ন ডলার। 



আরো পড়ুন