অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ও ওয়ানডে ফরম্যাট থেকে আগেই অবসর নিয়েছেন ডেভিড ওয়ার্নার। এবার টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরে যাচ্ছেন তারকা এই ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে কবে বিদায় জানাবেন সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পার্থে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৩৭ রানে পরাজিত হয় অস্ট্রেলিয়া। এ ম্যাচে ব্যাট হাতে ঝোড়ো ব্যাটিংয়ে ৮১ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার জয়ের এই সিরিজে সেরা খেলোয়াড়ও হন তিনি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়ার্নার জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই এই ফরম্যাট থেকে অবসর নেবেন তিনি। অজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট জানতে চেয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি অবসর নেবেন কি না? এই প্রশ্নের জবাবে ওয়ার্নার বলেন, ‘হ্যাঁ, আমার ওখানেই শেষ। এখন তরুণদের মেলে ধরার সময়। আমাদের প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে।’
ওয়ার্নার আগেই ওয়ানডে আর টেস্টকে বিদায় জানালেও ফেরার আভাস দিয়ে রেখেছিলেন। তিনি জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার প্রয়োজন হলে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার ফিরে আসবেন তিনি।