২৬ জুন ২০২৪, বুধবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

বাংলানামা থেকে আসছে মোহাম্মদ নূরুল হকের দ্বিতীয় গবেষণাগ্রন্থ

ঢাকা বিজনেস ডেস্ক || ০৯ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:০২ পিএম
বাংলানামা থেকে আসছে মোহাম্মদ নূরুল হকের দ্বিতীয় গবেষণাগ্রন্থ


আসছে মোহাম্মদ নূরুল হকের ‘আধুনিক বাংলা কবিতা : ছন্দের অনুষঙ্গে’। বইটির প্রকাশক বাংলানামা। প্রচ্ছদ করেছেন কমল ঠাকুর। মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। বইমেলায় পাওয়া যাবে বাংলানামার ২১৮ নম্বর স্টলে। 

এই বইয়ে লেখক অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত ও স্বরবৃত্ত: এই তিন নিরূপিত ছন্দের প্রয়োজনীয়তা, উপকরণ, পরিচয়, প্রয়োগকৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। একইসঙ্গে আধুনিক বাংলা কবিতার প্রধান কয়েকজন কুশীলবের কবিতায় অক্ষরবৃত্ত-মাত্রাবৃত্ত-স্বরবৃত্তের প্রয়োগ কিভাবে ঘটেছে, কোন কবি কোন ছন্দে কেমন চর্চা করেছেন, রযেছে তারও বিশ্লেষণ। যাঁরা লেখকের সাধারণ প্রবন্ধ, সমালোচনামূলক-বিশ্লেষণাত্মক প্রবন্ধ ও গবেষণামূলক রচনা ইতোপূর্বে পড়েছেন, তাঁরা  তাঁর ভাষাশৈলী, বিষয়-বিশ্লেষণের কৌশল ও বিচার-বিবেচনা সম্পর্কে জানেন। তাঁদের উদ্দেশে একটিই কথা,  এই বই বিষয়ে-বিশ্লেষণে-প্রকরণের আগের যে-কোনো বই থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। পরন্তু অ্যাকাডেমিকও। আশা করি, বইটি পুরনো ও নতুন পাঠকসহ গবেষক, সমালোচকদের ভালো লাগবে। পাশাপাশি বাংলা সাহিত্যের বিশেষত কবিতার শিক্ষক ও শিক্ষার্থীদের ছন্দনির্ণয়, বিশ্লেষণে বিশেষ সহায়ক হয়ে উঠবে। 



আরো পড়ুন