২৬ জুন ২০২৪, বুধবার



বাজার কারসাজির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা: বাণিজ্য প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিবেদক || ১৭ জানুয়ারী, ২০২৪, ০৮:০১ পিএম
বাজার কারসাজির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা: বাণিজ্য প্রতিমন্ত্রী


বাজার কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু । তিনি বলেন, ‘বাজার কারসাজির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’ বুধবার  (১৭ জানুয়ারি) সচিবালয়ে প্রতিমন্ত্রী তার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব একথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, কাউকে ভয়ভীতি দেখিয়ে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা যাবে না।  তাদের সহযোগিতা করতে হবে। সমস্যা চিহ্নিত করতে হবে। এরপর সেগুলোর সমাধানে সবাইকে নিয়ে কাজ করতে হবে।’ 

প্রতিমন্ত্রীর কাছে প্রশ্নি ছিল, ‘সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছিলেন, বাজার সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়। এ বিষয়ে বর্তমান প্রতিমন্ত্রী কী করবেন?’ জবাবে আহসানুল টিটু  বলেন, ‘আপনারা (মিডিয়া) আমার চোখ ও কান। আপনারা দেখিয়ে দেবেন। আমাকে বলবেন যে ওই জায়গায় এটা (কারসাজি) চলতেছে। আমরা তাৎক্ষণিক এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমাকে খুঁজে দেন যে এই লোক, এই কোম্পানি বা এই গোষ্ঠী এই কাজটা করতেছে। তাৎক্ষণিক আমি ব্যবস্থা নেবো।’ 

রোজায় জিনিসপত্রের মূল্য ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য প্রতিমন্ত্রীর পরিকল্পনা কী? এ প্রশ্নের উত্তরে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের যা কিছু রিসোর্স আছে সেগুলো মবিলাইজ করে ভোক্তারা যেন স্বস্তিতে থাকে, সেটাই এখন প্রধান কাজ। পাইপ-লাইনে যেসব পণ্য আছে সেগুলো যেন সুষ্ঠুভাবে ডিস্ট্রিবিউশন হয়। কেউ যেন পণ্য মজুত করতে না পারে। ডিস্ট্রিবিউশন সিস্টেমে কেউ যেন  প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, আপাতত ৩ মাস এটাই আমাদর কাজ।’ 

আহসানুল ইসলাম টিটু বলেন, ‘আগামী অর্থবছরে আগেই পরিকল্পনা করে পয়লা জুলাই থেকে কাজ করবো। ভোক্তা পর্যায়ে সহজে পণ্য পৌঁছে দেওয়াই এখন আমাদের মূল কাজ।’ 

আগামী দিনে বাজারে জিনিসপত্রের দাম মনিটরিংয়ের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ভোক্তা অধিদপ্তর সুপারভিশন করছে, মনিটরিং করছে। আমি নিজেও খাতুনগঞ্জে যাব। পাইকারি বাজারে যাবো। কাল (বৃহস্পতিবার) আমরা মোহাম্মদপুর কাঁচা বাজারে যাবো। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবো।’ 

ঢাকা বিজনেস/ইউএইচ/এনই/



আরো পড়ুন