২৪ নভেম্বর ২০২৪, রবিবার



আগামী ৪ জানুয়ারি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবে ইসি

ঢাকা বিজনেস ডেস্ক || ২৬ ডিসেম্বর, ২০২৩, ০৯:৪২ এএম
আগামী ৪ জানুয়ারি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবে ইসি


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস বা মিশনের প্রধান ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সঙ্গে আগামী ৪ জানুয়ারি বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি।) সোমবার (১৫ ডিসেম্বর) ইসির জনসংযোগ বিভাগের পরিচালক মো. শরিফুল আলমের সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন কি কি পদক্ষেপ নিয়েছে বৈঠকে সে বিষয়ে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান ও বাংলাদেশে ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধিকে অবহিত করা হবে।

চিঠিতে উল্লিখিত কূটনীতিকদের আমন্ত্রণ জানাতে ও তাদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পররাষ্ট্র সচিবকে অনুরোধ করা হয়েছে।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন