ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের একদিন পর হেলাল মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে নবীনগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামের পশ্চিম পাড়া কৃষি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম এই তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, হেলাল মিয়া নবীনগর উপজেলার সাহেবনগর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তিনি আরও জানান, নারায়ণপুর গ্রামে কৃষি জমিতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করেছে।
ওসি বলেন, ‘লাশের দেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রচণ্ড ঠাণ্ডার কারণে তার শরীর শক্ত হয়ে গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা বিজনেস/আজহার/