০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



তথ্যমন্ত্রী
প্রিন্ট

অগ্নিসন্ত্রাসীদের বিচার হলেই অগ্নিসন্ত্রাস বন্ধ হবে: তথ্যমন্ত্রী

ঢাকা বিজনেস || ০৩ ডিসেম্বর, ২০২৩, ১০:৪২ এএম
অগ্নিসন্ত্রাসীদের বিচার হলেই অগ্নিসন্ত্রাস বন্ধ হবে: তথ্যমন্ত্রী


‘জীবন্ত দগ্ধ মানুষদের আর্তনাদ কি বিএনপি-জামাতের কানে পৌঁছায় না?’ এমন প্রশ্ন রেখেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘অগ্নিসন্ত্রাসী, তাদের হুকুমদাতা ও অর্থদাতাদের বিচার হলেই কেবল অগ্নিসন্ত্রাস বন্ধ হবে।’ রোববার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘অগ্নিসন্ত্রাসের আর্তনাদ’ আয়োজিত ‘মানবাধিকার লঙ্ঘনকারী বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসী ও হুকুমদাতাদের বিচার চাই’ শীর্ষক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, ‘২০১৩, ১৪, ১৫ সালে যারা আগুনসন্ত্রাস চালিয়েছিল, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে  তাদের হুমুকদাতা ও অর্থদাতাদের যদি আমরা বিচার করতে পারতাম, তাহলে আজকে এই আগুনসন্ত্রাস হতো না। সেই সময় তারা আগুনসন্ত্রাস চালিয়েছিল খালেদা জিয়ার নেতৃত্বে, এখন চালানো হচ্ছে তারেক জিয়ার নেতৃত্বে।’

হাছান মাহমুদ বলেন, ‘একটি রাজনৈতিক দল অবরোধ ডেকে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে। তাদের কিছু কর্মী, সন্ত্রাসী আর কিছু মানুষকে ভাড়া করে হাতে পেট্রোলবোমা তুলে দিয়ে চোরাগোপ্তা হামলা করাচ্ছে। গাড়িতে আগুন দিচ্ছে। এটি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না। পৃথিবীর কোথাও গত দুই দশকে রাজনীতির জন্য এভাবে আগুনসন্ত্রাস করে মানুষকে পুড়িয়ে মারার ঘটনা ঘটেনি। যেটি বাংলাদেশে বিএনপি-জামাত করছে।’ 

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আমি আজকে সকালে বিশ্ব জলবায়ু সম্মেলন থেকে এসেছি। সেখানে দুবাইয়ে কমনওয়েলথ সেক্রেটারির সঙ্গে বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় প্রশ্ন রেখেছিলাম, পৃথিবীর কোথাও রাজনীতির কারণে এভাবে পেট্রোলবোমা নিক্ষেপ করা, নিরীহ মানুষকে রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা করা হচ্ছে কি না, যেটি বাংলাদেশে বিএনপি জামাত ঘটাচ্ছে। তার পুরো দল স্বীকার করেছে পৃথিবীর অন্য কোথাও এটি ঘটছে না, গত ২০ বছরে কোথাও ঘটেনি।’ 

ঢাকা বিজনেস/এনই



আরো পড়ুন