২১ ডিসেম্বর ২০২৪, শনিবার



অর্থনীতি
প্রিন্ট

স্মার্ট অর্থনীতির লক্ষ্যে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর আহ্বান

স্টাফ রিপোর্টার || ২৫ নভেম্বর, ২০২৩, ০৩:৪১ পিএম
স্মার্ট অর্থনীতির লক্ষ্যে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর আহ্বান


স্মার্ট অর্থনীতি বিনির্মাণে এসএমইদের (দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প) প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। শনিবার (২৫ নভেম্বর) ডিসিসিআই অডিটোরিয়ামে ‘স্মার্ট এসএমইদের জন্য তথ্যপ্রযুক্তি’ বিষয়ক সেমিনারে এই আহ্বান জানানো হয়।

ঢাকা চেম্বারের সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার বলেন, ‘দেশের এসএমইদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো, সহায়ক নীতিমালা প্রণয়ন ও প্রয়োজনীয় সংস্কার বাংলাদেশের অর্থনীতিকে ভবিষ্যতে স্মার্ট অর্থনীতিতে রূপান্তরে কার্যকর ভূমিকা পালন করবে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাকে বেগবান করার পাশাপাশি বিশেষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে স্থানীয় এসএমইরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’ 

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট সরকারের পাশাপাশি স্মার্ট ইকোনোমি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের সংস্থাগুলো প্রযুক্তির ব্যবহার বাড়ালে  পেলে জনগণের ভোগান্তি ও ব্যয় কমবে। সেবার মান বাড়াবে। এসএমই খাতে যথাযথ তথ্য প্রাপ্তির বিষয়টি এই খাতের সম্প্রসারণে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের একান্ত অপরিহার্য।’

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) চেয়ারম্যান মাহবুবর রহমান বলেন, ‘সারা দেশে আমাদের ৮৫ কার্যালয় ও প্রায় ১০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম রয়েছে, যেখানে থেকে এসএমই উদ্যোক্তাদের ৫ শতাংশ হারে ঋণ সহায়তা দেওয়া হয়ে থাকে। আমাদের এসএমই খাতের উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে বিসিক নানাবিধ প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রেখেছে।’  

ডিসিসিআই সহ-সভাপতি এস এম গোলাম ফারুক আলমগীর (আরমান), সহ-সভাপতি জুনায়েদ ইবনে আলী, পরিচালনা পর্ষদের সদস্য এবং তথ্য-প্রযুক্তিখাতের উদ্যোক্তারা এ অনুষ্ঠানে অংশ নেন।

ঢাকা বিজনেস/তারেক/এনই/





আরো পড়ুন