২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



ফাইনালে যে একাদশ নিয়ে মাঠে নামাতে পারে ভারত-অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক || ১৯ নভেম্বর, ২০২৩, ০৫:৪১ এএম
ফাইনালে যে একাদশ নিয়ে মাঠে নামাতে পারে ভারত-অস্ট্রেলিয়ার


ক্রিকেট বিশ্বকাপের অন্যতম সফল দল অস্ট্রেলিয়া। ‘হেক্সা মিশন’ কমপ্লিট করার দ্বারপ্রান্তে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সামনে তাদের বাধা দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন স্বাগতিক ভারত। যারা চলতি বিশ্বকাপে অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলছে। এখন পর্যন্ত অপরাজিত একমাত্র দল তারা। শুধু কি তাই লিগ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত কোনো দলই ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করে উঠতে পারেনি। 

রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জমজমাট এক লড়ায়ে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

দু’দলের ফাইনাল নিয়ে সবাই যখন বেশ রোমাঞ্চিত তেমনি জানার আগ্রহ এমন হাইভোল্টেজ ম্যাচে কেমন একাদশ নিয়ে নামতে পারে ভারত-অস্ট্রেলিয়া। তবে ধারণা করা যাচ্ছে প্রতিবারের মতো ফাইনালেও নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনবে না ভারত। সেক্ষেত্রে সেমিফাইনালের একাদশই অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি। 

ওপেনিংয়ে অধিনায়ক রোহিতের সঙ্গে শুভমান গিল। তিনে টুর্নামেন্টের সেরা ব্যাটার বিরাট কোহলি। চার এবং পাঁচে শ্রেয়াস আইয়ার এবং লোকেশ রাহুল। ছয় এবং সাতে যথাক্রমে সূর্যকুমার এবং রবীন্দ্র জাদেজা। আর বোলিংয়ে যথারীতি জাসপ্রীত বুমরাহর সঙ্গে মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ। সেই সঙ্গে বাঁ হাতি কুলদীপ যাদব। 

ঘরের মাঠ বলে ভারত যে এগিয়ে তা মনে করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তবে তিনি বিশ্বাস করেন আহমেদাবাদের ১ লাখ ৩০ হাজার দর্শককে স্তব্ধ করে দেয়ার ক্ষমতা অস্ট্রেলিয়ার আছে। সবকিছু ছেড়ে ফাইনালের আগে সব আলোচনা কেড়ে নিয়েছে পিচ পরিবর্তন ইস্যু। তবে ফাইনালে পিচ কিংবা টস এসব নিয়ে ভাবতে নারাজ অস্ট্রেলিয়া, অর্থাৎ সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত প্যাট কামিন্সের দল।

আহমেদাবাদের পিচ পরিদর্শন করে সংবাদ সম্মলেনে অজি অধিনায়ক বলেছেন যে, পিচে অনেক রান হবে। সে হিসেবে একজন বাড়তি পেস অলরাউন্ডার ঢুকতে পারে একাদশে। সেক্ষেত্রে দলে ঢুকতে পারেন ক্যামেরন গ্রিন বা মার্কাস স্টয়নিসের একজন। এদের একজনকে জায়গা দিতে বাদ পড়বেন এটা নিয়েই জল্পনা চলছে। ধারণা করা হচ্ছে কোপটা পড়তে পারে মিচেল মার্শের ওপর। টুর্নামেন্টে এখন পর্যন্ত ব্যাট হাতে বেশ ভালোই ঝলক দেখিয়ে যাচ্ছেন মার্শ। তবে শেষ পর্যন্ত সবকিছু নির্ধারণ হবে ম্যাচের আগে। 

ওপেনিংয়ে ওয়ার্নারের সঙ্গী ট্রাভিস হেড। তারপর স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশান, গ্লেন ম্যাক্সওয়েল এবং জস ইংলিস। দলে যদি শেষ পর্যন্ত মার্শ টিকে যান এবং একজন পেস অলরাউন্ডার বেশি খেলায় তাহলে হয়তো কপাল পুড়তে পারে মার্নাস লাবুশানের।

বল হাতে টুর্নামেন্টে আলো ছড়ানো অ্যাডাম জাম্পাতে রয়েছেনই। সেই সঙ্গে পেস বোলিংয়ে থাকছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউড ত্রয়ী।

ভারতের সম্ভাব্য একাদশ

শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরাহ ও কুলদ্বীপ যাদব।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ

ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন/ক্যামেরন গ্রিন/মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন