০১ ফেব্রুয়ারী ২০২৫, শনিবার



কক্সবাজারে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, আটক ১

কক্সবাজার করেসপন্ডেন্ট || ০২ ডিসেম্বর, ২০২৩, ১১:৪২ এএম
কক্সবাজারে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, আটক ১


কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জিহাদ নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১ ডিসেম্বর)  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মরংঘোনা স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এতথ্য নিশ্চিত করেন। 

নিহত আসহাবুল করিম জিহাদ ইউনিয়নের সিকদার পাড়া এলাকার বাসিন্দা। জিহাদ কক্সবাজারের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শেখ মোহাম্মদ আলী বলেন, ‘দুর্বৃত্তের ছুরিকাঘাতে ১ বিশ্ববিদ্যালয়  শিক্ষার্থী নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।’

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোজাম্মেল হোসেন বলেন, ‘নিহত ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। নিহতের বুকে চারটা ছুরিকাঘাত ছিল। এরমধ্যে হার্টের মাঝখানে গুরুতর একটা আঘাত ছিল। ধারণা করছি, এ আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে।’ 

ঢাকা বজিনেস/এমএ/




আরো পড়ুন