‘পাঠান’ দিয়ে ঐতিহাসিক প্রত্যাবর্তন করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। পাঠান সাফল্যের পর এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন শাহরুখ। ‘জাওয়ান’ শিরোনামের সিনেমার ট্রেলার মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। প্রথমবার দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের পরিচালনায় কাজ করেছেন কিং অব রোমান্স। নাম ঘোষণার পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে।
কথা ছিল ২ জুন মুক্তি পাবে ‘জাওয়ান’। তবে কাজ শেষ না হওয়ায় মুক্তি পিছিয়ে নেওয়া হয়েছে সেপ্টেম্বরের ৭ তারিখে। এদিকে কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে, শীঘ্রই প্রকাশ্যে আসবে সিনেমাটির ট্রেলার। অবশেষে জানা গেলো ট্রেলার মুক্তির তারিখ। ১২ জুলাই ট্রেলার মুক্তি দেওয়া হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন ছবির নির্মাতা-প্রযোজকরা।
‘জাওয়ান’ সিনেমায় শাহরুখ খান থাকছেন দ্বৈত চরিত্রে। ছবিতে আরও থাকছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা, দাপুটে অভিনেতা বিজয় সেথুপতি, অভিনেত্রী প্রিয়ামনি, বলিউডের সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার প্রমুখ। অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোন, থালাপতি বিজয় ও সঞ্জয় দত্ত। হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।
ঢাকা বিজনেস/এন/