২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



৮ উইকেট হারিয়ে বিপাকে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক || ০৯ নভেম্বর, ২০২৩, ১০:৪১ এএম
৮ উইকেট হারিয়ে বিপাকে শ্রীলঙ্কা


বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। যেখানে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ৫ উইকেট হারিয়েছে চাপে পড়েছে শ্রীলঙ্কা এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১০ ওভারে ৫ উইকেটে ৭৪ রান। ক্রিজে ম্যাথিউস ৪ রানে ও  ধনঞ্জয় ডি সিলভা শূন্য রানে ব্যাট করছেন।

ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। শ্রীলঙ্কার হয়ে উদ্বোধন করতে আসেন কুশল পেরেরা-পাথুম নিশাঙ্কা। ক্রিজে থিতু হওয়ার আগে ব্যক্তিগত ২ রানে সাজঘরে ফিরেছেন পাথুম নিশাঙ্কা।

ব্যাট হাতে আজও ব্যর্থ ছিলেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। ৬ রানে আউট হন তিনি। একই ওভারে সাদিরা সামারাবিক্রমাকেও ফেরান ট্রেন্ট বোল্ট। এ অবস্থায় শুরুতেই ব্যাকফুটে শ্রীলঙ্কা। এর পর আউট হয়েছেন ২২ বলে অর্ধশতক পূর্ন করা কুলাশ পেরেরা। এসময় তিনি খেলেন ৫১ রানের এক বিধ্বংসী ইনিংস।

শ্রীলঙ্কা দল: কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা,অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ধনঞ্জয় ডি সিলভা, মহেশ থিকসানা, দুনিথ ওয়েল্লালাগে, দুশান হেমন্ত, চামিকা করুনারত্নে, দুশমন্থ চামিরা, দিলশান মধুশঙ্কা, কাসুন রাজিথা।

নিউজিল্যান্ড দল: ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), লকি ফার্গুসন, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, টম লাথাম, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, উইল ইয়ং।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন