২৬ জুন ২০২৪, বুধবার



টাঙ্গাইলে ১৫ দিন ধরে আন্দোলনে ম্যাটস শিক্ষার্থীরা

টাঙ্গাইল প্রতিনিধি || ৩০ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম
টাঙ্গাইলে ১৫ দিন ধরে আন্দোলনে ম্যাটস শিক্ষার্থীরা


টাঙ্গাইলে ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে টানা ১৫ দিন ক্লাস-পরীক্ষা বর্জন করে মানববন্ধন কর্মসূচি পালন করছে সরকারি বেসরকারি ম্যাটসের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (৩০ আগস্ট) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি গুলো হলো, ইন্টার্নীশিপ বহাল রাখাসহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগ এবং বঙ্গবন্ধুর ৫ম বার্ষিক পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষা প্রদান।

শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষ বরাবর পরীক্ষা বাতিলের জন্য স্মারকলিপি জমা দিয়েছে তারা। দাবি না মানলে প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেয়ার হুশিয়ারী তাদের। ৪ দফা দাবি মেনে না নিলে ম্যাটস বন্ধ করে দেয়ার দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

ঢাকা বিজনেস/নোমান/এন



আরো পড়ুন