বিশ্বকাপের ‘ডু অর ডাই’ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ব্যাঙ্গালুরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাবর আজমের দলের। অস্তিত্বরক্ষার এমন মিশনে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। অপর দিকে জয় পেতে মরিয়া নিউজিল্যান্ড। চার ম্যাচ পর অজি শিবিরে ফিরেছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।
বাংলাদেশের বিপক্ষে গত ১৩ অক্টোবরের ম্যাচে হাতে চোট পেয়েছিলেন তিনি। তাতে আফগানিস্তান, ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে যান তিনি। উইলিয়ামসন ফেরায় জায়গা হারিয়েছেন উইল ইয়াং। এছাড়া ইনজুরিতে ছিটকে পড়া ম্যাট হেনরির জায়গায় একাদশে ফিরেছেন ইশ সোদি।
পাকিস্তানের একাদশ
ফখর জামান, আবদুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, সালমান আলী আগা, হাসান আলী, শাহীন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।
নিউজিল্যান্ডের একাদশ
ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম লাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, ইস সোদি ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।
ঢাকা বিজনেস/এমএ/