মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যের সংখ্যা বেড়ে এ পর্যন্ত ৮২০ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পে বহু আবাসিক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ।দেশটিতে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) গভীর রাতে মরক্কোর হাই এটলাস পর্বতমালায় ৭.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে ভূকিম্পে এ পর্যন্ত ৮২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬৭২ জন ও এ সংখ্যা আরও বাড়বে।
মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে এখন পর্যন্ত কমপক্ষে ৮২০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৩২৯ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল মারাকেশের ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ও ১৮.৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি স্থানীয় সময় ১১টা ১১ মিনিটে আঘাত হানে।
ভূমিকম্পটিকে আকস্মিক ও বিপর্যয় সৃষ্টিকারী বলে মন্তব্য করেছেন মারাকেশের বাসিন্দা ও সাংবাদিক নুরদ্দীন বাজিন। তিনি আল জাজিরাকে বলেন, ‘আমরা দুঃস্বপ্নে ভরা এক ভয়ঙ্কর রাত কাটিয়েছি। আমরা এই ধরনের দুর্যোগে অভ্যস্ত নই।’
ভূমিকম্প উৎপত্তি স্থলের কাছের বড় শহর মারাক্কিস। এ শহরে বাসিন্দারা রাতে বাসায় না ফিরে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন।