২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



পূজায় ফিরছে মিতিন মাসি

বিনোদন ডেস্ক || ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:৩৯ এএম
পূজায় ফিরছে মিতিন মাসি


আসছে দুর্গাপূজায় বড়পর্দায় ফিরছেন মিতিন মাসি। এবার তিনি জঙ্গলে অভিযান চালাবেন। সুচিত্রা ভট্টাচার্যের ‘সারান্ডায় শয়তান’ গল্প অবলম্বনে পরিচালক অরিন্দম শীল এবার বানাতে চলেছেন মিতিন মাসিকে নিয়ে নতুন সিনেমা ‘জঙ্গলে মিতিন মাসি’। ছবিতে মিতিন মাসির চরিত্রে দেখা যাবে কোয়েল মল্লিককেই।

২০১৯ সালে প্রথমবার অরিন্দম শীলের পরিচালনায় তৈরি হয়েছিল মিতিন মাসি। কোয়েল মল্লিক অভিনীত সেই ছবিও মুক্তি পেয়েছিল দুর্গাপূজায়। ছবিটি ছোট থেকে বড় সবারই পছন্দ হয়। বক্স অফিসেও বেশ ভালো ব্যবসা করে। তার পর থেকেই অনুরাগীরা অপেক্ষায় ছিলেন ফের কবে কোয়েলকে নতুন রহস্য সমাধান করতে দেখা যাবে। কোয়েলও অনুরাগীদের অপেক্ষায় সাড়া দিয়ে ৪ বছর পর ফিরছেন সেই চেনা ছন্দে। সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে এবারের পূজায়।

সে সাহসী, সে বুদ্ধিমতী, সে পূর্ণ এক নারী, সে আমাদের মিতিন মাসি, এমন স্লোগান নিয়ে দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে জঙ্গলে মিতিন মাসি।

এর আগে ১২ আগস্ট বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে’। তাই এদিন ছবির পোস্টার লঞ্চের জায়গা হিসেবে নির্মাতারা বেছে নিয়েছিলেন কলকাতার আলিপুর চিড়িয়াখানা। জঙ্গলে মিতিন মাসির পোস্টার লঞ্চে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক, অরিন্দম শীলসহ ছবির অন্য কলাকুশলীরা। পোস্টারে গোয়েন্দা লুকে হাতে টর্চ নিয়ে কোয়েলের ফার্স্ট লুক নজর কেড়েছে অনুরাগীদের।

অরিন্দম শীল জানান, জঙ্গলে মিতিন মাসি ছবিতে রয়েছে হাতি হত্যা ও সংরক্ষণের ওপর বেশকিছু গুরুত্বপূর্ণ বার্তা। সেজন্যই হাতি দিবসে চিড়িয়াখানায় পোস্টার লঞ্চের পরিকল্পনা নেওয়া হয়। এক সাক্ষাৎকারে কোয়েল মল্লিক জানান, বহু বছর পর তিনি চিড়িয়াখানায় এসেছেন। ছোটবেলায় পরিবারের সবার সঙ্গে চিড়িয়াখানায় আসতেন। শুটিংয়ের সময় ছেলে কবীর হাতি দেখতে এসেছিল। সে বন্যপ্রাণী খুব পছন্দ করে। এদিন শুধু হাতি নয়, জিরাফও দেখেছেন অভিনেত্রী।

কোয়েল মল্লিকের কথায়, ‘পরিবেশে বন্যপ্রাণী যে কতটা গুরুত্বপূর্ণ, তা নতুন প্রজন্মকে বোঝানো দরকার। লেদার জ্যাকেট পরার সময় সবার ভাবা প্রয়োজন লেদারটা কোথা থেকে এসেছে। আইভরির জিনিস কাউকে উপহার দেওয়ার সময় ভাবা প্রয়োজন এটা হাতির দাঁত থেকে এসেছে। ছবিতে এমনই কিছু গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে।’

এসভিএফ ও ক্যামেলিয়া প্রোডাকশনের যৌথ প্রযোজনায় আসছে এ ছবি। ছবির সংগীত পরিচালনা করছেন বিক্রম ঘোষ। ছবিতে কোয়েলের স্বামীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শুভ্রজিৎ দত্তকে। বোনঝির চরিত্রে রিয়া বণিককে। এ ছাড়া সোনালি চৌধুরীকে দেখতে পাওয়া যাবে কোয়েল মল্লিক তথা মিতিনের দিদির ভূমিকায়।

ঢাকা বিজনেস/এন



আরো পড়ুন