১৮ মে ২০২৪, শনিবার



হিলিতে বেড়েছে পাতা পেঁয়াজের বিক্রি

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ১১ ডিসেম্বর, ২০২৩, ০৭:১২ পিএম
হিলিতে বেড়েছে পাতা পেঁয়াজের বিক্রি


ভারতের রপ্তানি বন্ধ ঘোষণার পর  দিনাজপুরের হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম। পেঁয়াজের দাম বাড়ার ফলে চাহিদা বেড়েছে পাতা পেঁয়াজের। খুচরা বাজারে প্রতিকেজি পাতা পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি দরে। সোমবার (১১ ডিসেম্বর) হিলি বাজারে  ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। 

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আব্দুল খালেক বলেন, ‘ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পর প্রতিকেজি পেঁয়াজের দাম বেড়েছে ৮০ টাকা করে। গত বৃহস্পতিবার যে পেঁয়াজ ১০০ টাকা দরে কিনেছিলাম আজ সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে।’

ক্রেতা মো. সোহরাব হোসেন বলেন, ‘পেঁয়াজ কিনতে বাজারে এসেছিলাম। পেঁয়াজের যে দাম তাতে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের পক্ষে ২০০ টাকা কেজি পেঁয়াজ কেনা সম্ভব নয়। তাই বাধ্য হয়ে পাতা পেঁয়াজ কিনলাম। তাও আবার ৮০ টাকা কেজি দরে।’

সোহরাব হোসেন আরও বলেন, ‘যদিও এককেজি পাতা পেঁয়াজ থেকে পাতা বাদ দিলে হাফ কেজি হতে পারে। তবে পাতাগুলো কিন্তু তরকারিতে ব্যবহার করা যাবে। তাই পাতা পেঁয়াজই কিনলাম।’ 

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা মো. মোকারম হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের পর  পেঁয়াজের দাম কেজিতে ৮০ টাকা বেড়েছে। ১০০ টাকা কেজির পেঁয়াজ ১৮০ টাকা বিক্রি হচ্ছে। আর নতুন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। দাম বেশি হওয়ায় মানুষ পাতা পেঁয়াজের দিকে ঝুঁকছে। প্রতিকেজি পাতা পেঁয়াজ বিক্রি করছি ৮০ টাকা দরে। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন