০১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার



মহাষ্টমী আজ, ঢাকেশ্বরী মন্দিরে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার || ২২ অক্টোবর, ২০২৩, ০২:৪০ এএম
মহাষ্টমী আজ, ঢাকেশ্বরী মন্দিরে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী


মহাষ্টমী আজ (২২ অক্টোবর)। সকাল ৯টা ৫৮ মিনিটে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিহিত পূজা শুরু হচ্ছে। এদিন দুপুর ১টায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মহাপ্রসাদ বিতরণ হবে।

অষ্টমীর দিনে সকাল ১১টায় রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মঠে অনুষ্ঠিত হবে কুমারী পূজা। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা। অষ্টমীর দিন বিশেষ আকর্ষণ থাকে কুমারী পূজা এবং সন্ধিপূজায়। বিকাল সোয়া ৫টা থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সন্ধিপূজা অনুষ্ঠিত হবে।  

হিন্দুশাস্ত্র অনুসারে, সাধারণত ১ থেকে ১৬ বছরের অজাতপুষ্প সুলক্ষণা ব্রাহ্মণ বা অন্য গোত্রের অবিবাহিত কুমারী নারীকে দেবী জ্ঞানে পূজা করা হয়। শ্রীরাম কৃষ্ণের কথামতে, কুমারী পূজার বিষয়ে বলা হয়েছে, শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর রূপ বেশি প্রকাশ পায় এবং মাতৃরূপ উপলব্ধি করাই কুমারী পূজার উদ্দেশ্য।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার গণমাধ্যমকে বলেন, ‌‘অষ্টমীতে সকাল থেকেই পূজা হবে, অঞ্জলি প্রদান করা হবে। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন শুভেচ্ছা বিনিময় করার জন্য। বিকালে সন্ধিপূজা হবে।’

প্রসঙ্গত, গত বছর সারাদেশে দুর্গাপূজার মণ্ডপের সংখ্যা ছিল ৩২ হাজার ১৬৮। এবার এখন পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজারের বেশি। ঢাকা মহানগরে পূজামণ্ডপের সংখ্যা ২৪৫, গত বছর ছিল ২৪২।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন