২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



বেনুকা’য় আজ গাইবেন পলাশ সরকার

ঢাকা বিজনেস ডেস্ক || ১৮ অক্টোবর, ২০২৩, ০৭:৪০ এএম
বেনুকা’য় আজ গাইবেন পলাশ সরকার


এ প্রজন্মের সংগীতশিল্পী পলাশ সরকার। লোকসংগীতই বেশি করেন। মিউজিক্যাল ল্যাব শো’ বেনুকায় আজ থাকছে পলাশ সরকারের পরিবেশনা। 

পলাশের বাড়ি পাবনায়। সংগীতের প্রতি অপরিসীম ভালোবাসাই তাকে শিল্পী বানিয়েছে। গানের প্রতি নিবেদিতপ্রাণ পলাশ। কোথাও গানের কথা শুনলে আর তাকে আটকে রাখা যায় না। দেশের যে কোনো প্রান্তে গানের ডাক পেলেই তিনি ছুটে যান। বর্তমানে তিনি গাইছেন বিভিন্ন প্ল্যাটফর্মে। 

তরুণ শিল্পী পলাশ সরকার আজ গাইবেন বেনুকা’য়। বুধবাসরী আয়োজন বেনুকা প্রচারিত হচ্ছে আজ বুধবার (১৮ অক্টোবর, ২০২৩) রাত দশটায়। বেনুকার ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে একযোগে প্রচার হবে সংগীত বিষয়ক অনুষ্ঠানটি। সরাসরি সম্প্রচার শেয়ার করা হয় ঢাকা বিজনেস এর ফেসবুক পেজ থেকেও। 

অনুষ্ঠান ধারণ করা হয় বেনুকা’র নিজস্ব স্টুডিওতে। বেনকুা নিবেদন করছে ভিসতা অ্যান্ড্রয়েড টিভি। মিডিয়া পার্টনার ঢাকা বিজনেসডটকম। 

গানের পাশাপাশি বেনুকায় সংগীত বিষয়ে নানা অভিজ্ঞতা শেয়ার করবেন পলাশ। বেনুকা টিম এই অনুষ্ঠানটিকে বলছে, মিউজিক ল্যাব বা সংগীতের ল্যাবরেটরি। এখানে গান পরিবেশনার পাশাপাশি থাকে গান নিয়ে আলোচনা। গানের কথা, সুর, রাগ, তাৎপর্য, প্রেক্ষাপট এবং মূল্যায়ন ইত্যাদি বিশ্লেষণ করা হয় এই অনুষ্ঠানে। 

বেনুকা উপস্থাপক উদয় হাকিম বলেন, পরীক্ষা-নীরিক্ষার মধ্য দিয়ে এগিয়ে চলছে বেনুকা। অনুষ্ঠানটি দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। ধীরে ধীরে বেনুকা আলাদা একটি স্টাইলে পরিণত হচ্ছে। 
তিনি বলেন, ‘গান হচ্ছে আত্মার খোরাক। গানের সঙ্গে তার প্রেক্ষাপট এবং সংগীতের অন্তর্গত লুকায়িত ভাব কথন সংগীতপ্রেমীরা জানতে চায়। সেই চিরন্তন আগ্রহ থেকেই বেনুকার এই উদ্যোগ। বেনুকা’র আয়োজনে স্পন্সর হিসেবে পাশে থাকায় তিনি ভিসতা ইলেকট্রনিক্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। 

এরইমধ্যে ট্রাব (টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ) আয়োজিত মিউজিক অ্যাওয়ার্ডে সেরা ওটিট মিউজিক্যাল শো’র পুরস্কার পেয়েছে বেনুকা।  

বেনুকায় গাইতে পারেন যে কেউ। তবে অবশ্যই তাকে সংগীত বিষয়ে সম্যক জ্ঞান থাকতে হবে। বেনুকায় গাইতে চাইলে হোয়াটস অ্যাপে (০১৫৭২১৬৮১৯৪) গানের লিঙ্ক এবং এসএমএস পাঠাতে পারেন। 

বেনুকার ফেসবুক লিঙ্ক: Benuka

বেনুকার ইউটিউব লিঙ্ক:Benuka

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন