ম্যাচের প্রথম বলেই লিটন ফিরলেও ছন্দ ফিরে পাবার আশা জাগিয়েছিলেন তানজিদ তামিম ও মিরাজ। মিরাজের সঙ্গে জুটিতে সাবলীলও ছিলেন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনিও, ব্যক্তিগত ১৬ রান করে লিটনের পথ ধরলেন তানজিদও। এর পর মিরাজের সঙ্গী হন শান্ত। তবে দ্রুত সময়ে ব্যবধানে ফিরে যান মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। আর তাতেই ভয়াবহ চাপে পড়ে টাইগাররা।
শুক্রবার(১৩ অক্টোবর) চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১৩.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৬ রান।
ইনিংসের প্রথম বলেই ফিরেছেন লিটন। ট্রেন্ট বোল্টের বলে লেগ সাইডে সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন এই ব্যাটার। লকি ফার্গুসনের বলে একই ধরনের আউট হয়েছেন তানজিদ তামিম।
মেহেদী মিরাজকেও ফিরিয়েছেন ফার্গুসন। ১২ ওভারের মধ্যে তিন উইকেট হারানোর পর ১৩ তম ওভারের প্রথম বলেই মিডউইকেটে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত।
ক্রিজে ২০ রানে অপরাজিত আছেন মুশফিক ও ৪ রান করে আছেন টাইগার অধিনায়ক সাকিব।
ঢাকা বিজনেস/এমএ/