২৬ জুন ২০২৪, বুধবার



রমজানে ৫০ শতাংশ ছাড়ে পণ্য বিক্রি করবে আরব ব্যবসায়ীরা

আন্তর্জাতিক ডেস্ক || ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ০৭:৩২ পিএম
রমজানে ৫০ শতাংশ ছাড়ে পণ্য বিক্রি করবে আরব ব্যবসায়ীরা


রমজান মাস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের খুচরা বিক্রেতারা হাজার হাজার পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে। খাদ্য, পানীয়, গৃহস্থালি এমনকি প্রযুক্তি পণ্য থাকবে এ সুবিধার আওতায়।

অ্যারাবিয়ান বিজনেস ও খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মাজিদ আল ফুতাইয়েম মালিকানাধীন প্রতিষ্ঠান কেয়ারেফার রমজান উপলক্ষে প্রায় ৬ হাজার পণ্যে এই ডিসকাউন্ট দিয়েছে। প্রতিটি পণ্যে ৫০ শতাংশ কমাতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রমজানের এ অফার গত ২১ ফেব্রুয়ারি চালু হয়েছে, ৬ সপ্তাহ চলবে। বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডও এক্সক্লুসিভ অফার ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। টাটকা শাকসবজি ও ফলমূলে ৩০ শতাংশ মূল্য হ্রাস করা হবে।

এমিরেটস রেড ক্রিসেন্ট ও কেয়ারফোর যৌথভাবে আরেকটি উদ্যোগ পরিচালনা করার আশ্বাস দিয়েছে। কোনো গ্রাহক চাইলে কাউকে চিনি, চাল ও রান্না করার তেল দিতে পারবেন। 

প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৩ মার্চ রমজান শুরু হবে। শেষ হবে ২১ এপ্রিল। তারপর ঈদু ফিতর উদযাপন করবে।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন