০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার



টাঙ্গাইলে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি || ২০ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৩৯ এএম
টাঙ্গাইলে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত


টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার ভূঞাপুর লিংক রোডে এই দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই লিটন মিয়া তথ্যটি নিশ্চিত করেন। 

নিহতরা হলেন, ইসমাইল হোসেন (৫৫) ও মাসুদুর রহমান মজুমদার (৫৪)। তারা দুই জনই একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করেন।

এসআই লিটন মিয়া বলেন, 'দুপুরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা হাসিব পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। মোটরসাইকেলটি মহাসড়ক পার হওয়ার সময় বাসটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইসমাইল ও মাসুদুরের মৃত্যু হয়।' 

লিটন মিয়া আরও বলেন, 'লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হন্তান্তর করা হবে। এ ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে। তবে, চালক ও হেলপার পালিয়ে গেছে।'

ঢাকা বিজনেস/নোমান/এন



আরো পড়ুন