২৬ জুন ২০২৪, বুধবার



ব্যোমকেশ রূপে দেব

বিনোদন ডেস্ক || ১৬ এপ্রিল, ২০২৩, ১০:০৪ এএম
ব্যোমকেশ রূপে দেব


কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব। ক্যারিয়ারের শুরুতে প্রেমের গল্পেই দেখা যেত তাকে। বানিজ্যিক ছবির বাইরে এখন ঘরোয়া ছবিতেও নিজেরের অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন। 'প্রজাপতি', 'কাছের মানুষ', 'টনিক' ও 'কিশমিশ' ছবিগুলো তার উদাহরণ। 

এবার ব্যোমকেশের গল্পের প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় দেখা যাবে তাকে। বর্ষবরণের দিনেই প্রকাশ্যে এলো দেবের নতুন ছবির ফার্স্ট লুক। শরদিন্দু  বন্দ্যোপাধ্যায়ের গল্প ‘দুর্গরহস্য’র প্রেক্ষাপটে ছবির গল্প বুনছেন পরিচালক বিরসা দাশগুপ্ত।

পরনে কোট, এক হাতে টর্চ,অন্য হাতে সাপ আর চোখে মোটা ফ্রেমের চশমা- এমন লুকে সকলের সামনে এসে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন দেব। এর আগে শঙ্করের চরিত্রে তাকে দেখেছেন দর্শক। বিপুল প্রশংসাও পেয়েছেন। এই প্রথম ব্যোমকেশের চরিত্রে তাকে দেখা যাবে। আগে এই চরিত্রে অভিনয় করেছেন অনেকেই। সেই তালিকায় রয়েছেন আবীর চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, গৌরব চক্রবর্তী-সহ আরও অনেকে। সেই তালিকায় সামিল হলো দেবের নাম। সূত্র: আনন্দবাজার 

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন