১৮ মে ২০২৪, শনিবার



হিলিতে মাইকিং করে পোলাওয়ের চাল বিক্রি

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনজাপুর) || ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:০৯ পিএম
হিলিতে মাইকিং করে পোলাওয়ের চাল বিক্রি


দিনাজপুরের হিলিতে অটোরিকশাতে মাইকিং করে বিক্রি করা হচ্ছে পোলাওয়ের চাল। প্রতিকেজি পোলাওয়ের বিক্রি হচ্ছে ৮০ টাকায়। আর একসঙ্গে আড়াই কেজি কিনলে গুনতে হচ্ছে মাত্র ২০০ টাকা। এলাকা জুড়ে বেশ সাড়া ফেলেছে। সুগন্ধি এই চাল কিনতে অনেকে ভিড় করছেন অটো রিকশার সামনে। শনিবার (১৬ সেপ্টেম্বর) হিলি স্টেশন রোডে এই চিত্র দেখা গেছে। 

বিক্রেতরা জানান, হিলিতে বিক্রি করার জন্য তারা নওগাঁ জেলার মহাদেবপুর থেকে এসব চাল নিয়ে এসেছে । আর ক্রেতারা জানিয়েছেন, বাজারের চেয়ে এখানে দাম একটু কম তাই ভ্রাম্যমান এই পোলাওয়ের চাল বিক্রেতার কাছ থেকে চাল কিনছেন তারা। 

চাল কিনতে আসা মো.এনামুল হক বলেন, ‘এই চাল হিলি বাজারে কিনতে গেলে ১০০ টাকার নীচে পাওয়া যাবে না। আর এখানে ৮০ টাকা কেজি। তাই ২০০ টাকা দিয়ে আড়াই কেজি পোলাওয়ের চাল কিনলাম। চালের মানও মোটামোটি ভাল। আত্মীয় স্বজন বাড়িতে এলে আপ্যায়ন করা যাবে।’ 

ক্রেতা মো. আজিজুল হক বলেন, ‘রাস্তার ভিড় দেখতে পেয়ে কাছি গিয়ে দেখি ৮০ টাকা কেজি পোলাওয়ের চাল। যেহেতু মাংকিং করে বিক্রি করছে দামও বাজারের চেয়ে কেজিতে ৩০-৪০ টাকা কম। তাই ৪০০ টাকা দিয়ে ৫ কেজি কিনে রাখলাম।’

অটোতে করে চাল বিক্রি করতে আসা আব্দুর রউফ ঢাকা বিজনেসকে বলেন, ‘আমাদের পোলাওয়ের চাল প্যাকেটজাত। প্যাকেট খুলেই খচুরা বিক্রি করছি। যে যার সাধ্যমতো ১ কেজি থেকে ৫ কেজি পর্যন্ত চাল কিনছেন। আমরা খুব একটা বেশি লাভ করি না। কোনো কোনো বেশি লাভ হয় আবার কোনো কোনো দিন কমও লাভ হয়। 

রউফ আরও বলেন, ‘এক জায়গা বসে বিক্রি করলে বাঁকি পড়ে। অটোতে করে ঘুরে ঘুরে বিক্রি করলে আর বাঁকি পড়ে না। কারণ সাবই অপরিচিত। এ কারণে ঘুরে ঘুরে চাল বিক্রি করি ’ 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন