কোন প্রডাক্ট কার কখন কাজে লাগে তা বলা মুশকিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউটিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম। তিনি বলেন, ‘পুঁজিবাজারে অলটারনেটিভ ট্রেডিং বোর্ডের (এটিবি)-এর মতো নতুন নতুন প্রডাক্ট নিয়ে আসতে হবে।’ মঙ্গলবার (৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাল্টিপারপাস হলে এটিবি’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘মাঝে মাঝে যখন পুঁজিবাজারের লেনদেন টানেলে ঢোকে, তখন বিনিয়োগকারীদের ভয় পাওয়া যাবে না।’ তিনি আরও বলেন, ‘ দুর্বল কোম্পানিগুলোকে আমরা এসএমই বোর্ডে তালিকাভুক্ত করে থাকি। অনেক ভালো ভালো কোম্পনি রয়েছে, যেগুলো তালিকাভুক্ত নয়। আবার অনেক ভালো কোম্পানি তালিকাভুক্ত হতে চায় না। তাদের কষ্টে গড়া কোম্পানির শেয়ার অন্যকে দিতে চায় না। আমরা এসব কোম্পানিকে পুঁজিবাজারে আনার চেষ্টা করছি।’
শিবলী রুবাইয়াত আরও বলেন, ‘আমরা রোড শো, এটিবি'র মতো যেসব উদ্যাগ নিচ্ছি, সেগুলো সঙ্গে সঙ্গে কাজে আসবে না, সময় দিতে হবে। তাই হতাশ হওয়া যাবে না।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংক, বিএসইসি'র কাছে ব্যবসায়ীরা নতুন নতুন প্ল্যান নিয়ে আসেন, যেগুলো ভালো, চমকে যাওয়ার মতো। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে, তা দেখে আইএমএফসহ বিদেশি সংস্থাগুলো চমকে যাচ্ছে। পুঁজিবাজারে আমরা যেসব প্রডাক্ট নিয়ে আসছি, তা দেশের অর্থনীনিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ডিএসই'র চেয়ারম্যান ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসি'র কমিশনার শেখ সামসুদ্দিন আহমেদ, লংকা বাংলা সিকিউরিটিজের পরিচালক মাহবুবুল আলম প্রমুখ।
উল্লেখ্য, প্রথম দিনে এটিবিতে লেনদেনে অংশ গ্রহণ করে ব্রোকারেজ হাউজ লংকাবাংলা সিকিউরিটিজ ও একটি বন্ড কোম্পানি।
ঢাকা বিজনেস/তারেক/এনই/