২৬ জুন ২০২৪, বুধবার



নকল স্ট্যাম্প-কোর্ট ফি বিক্রির অভিযোগ গ্রেপ্তার ২

কক্সবাজার প্রতিনিধি || ১২ সেপ্টেম্বর, ২০২৩, ০১:০৯ পিএম
নকল স্ট্যাম্প-কোর্ট ফি বিক্রির অভিযোগ গ্রেপ্তার  ২


কক্সবাজার আদালত এলাকায় নকল স্ট্যাম্প ও কোর্ট ফি বিক্রির অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, স্ট্যাম্প ভেণ্ডর মালেক ও তার কর্মচারী সুকুমার প্রকাশ। তারা শহরের ঘোনারপাড়া এলাকার বাসিন্দা।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন জানান, আদালত এলাকায় কিছু লোক নকল স্ট্যাম্প ও কোর্ট ফি বিক্রি করে। অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ২ টাকা, ৫ টাকা ও ১০ টাকাসহ বিভিন্ন মূল্যমানের নকল কোর্ট ফি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা বলে মামলা করে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। 

ঢাকা বিজনেস/আনাম/এন



আরো পড়ুন