ডলারের দাম এক টাকা বাড়িয়ে ১০০ টাকা করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে গত ৫ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংক তাদের বিক্রি করা ডলারের দাম বাড়িয়ে ৯৯ টাকা নির্ধারণ করেছিল।
বুধবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মুখপাত্র বলেন, ‘ডলারের দাম সমন্বয় নিয়মিত কার্যক্রম। বাজার সঙ্গতিপূর্ণ করতে মাঝে মাঝে ডলারের দাম বাড়ানো হয়। এটা নিয়মিত উদ্যোগের অংশ।’
এদিকে, চলতি বছরের ২ জানুয়ারি রপ্তানিকারকদের ক্ষেত্রে ডলারের দাম এক টাকা বাড়িয়ে ১০২ টাকা করেছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)।
প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দেশে ডলার সংকট দেখা দেয়। ফলে, দেশের বাজারে ডলারের দাম বাড়তে থাকে। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকও ধাপে ধাপে ডলারের দাম বাড়িয়েছে। এ ছাড়া দেশে চলমান ডলার সংকটে বাংলাদেশ ব্যাংক প্রতিনিয়তই ব্যাংকগুলোর কাছে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে।
ঢাকা বিজনেস/এম