০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার



এবার ৯৪ লাখ ৪৩ হাজারের বেশি পশু বিক্রি

স্টাফ রিপোর্টার || ৩০ জুন, ২০২৩, ০৬:৩৬ এএম
এবার ৯৪ লাখ ৪৩ হাজারের বেশি পশু বিক্রি


এবার কোরবানির ঈদে অনলাইন প্ল্যাটফর্ম ও পশুর হাটগুলোতে মোট ৯৪ লাখ ৪৩ হাজারের বেশি পশু বিক্রি হয়েছে। শুক্রবার (৩০ জুন) সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এবার ৬০ হাজার কোটি টাকার বেশি কোরবানির পশু বিক্রি হয়েছে। তবে বিক্রি হওয়া মোট গবাদিপশুর সংখ্যা দিয়ে কোরবানি হওয়া মোট পশুর সংখ্যা নিরূপণ করা যাবে না বলে জানিয়েছেন তিনি।

 ইফতেখার হোসেন বলেন, ‌‘বিক্রি হওয়া পশুর সঙ্গে গৃহপালিত যেসব গবাদিপশু কোরবানি হয়েছে, সেগুলো যুক্ত করে এ বছর মোট কোরবানি হওয়া গবাদিপশুর সংখ্যা নির্ধারণ করা হবে। বিষয়টি নিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তর কাজ করছে।’

 তিনি আরও জানান, এবার ৪৩ লাখ ৬১ হাজার গরু-মহিষ এবং ৫০ লাখ ৮১ হাজার ছাগল, ভেড়া ও অন্যান্য পশু বিক্রি হয়েছে।

 প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্যমতে, এ বছর কোরবানির পশুর সম্ভাব্য চাহিদা চিল ১ কোটি ৩ লাখ ৯৪ হাজার ৭৩৯টি। কোরবানিযোগ্য গবাদিপশু ছিল ১ কোটি ২৫ লাখ ৩৬ হাজার।  

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন