০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার



ক্যাম্পাস
প্রিন্ট

প্রাইম ইউনিভার্সিটির বাংলা বিভাগের তৃতীয়-চতুর্থ ব্যাচের বিদায়ী সংবর্ধনা

ঢাকা বিজনেস ডেস্ক || ৩০ নভেম্বর, ২০২৪, ০১:১১ পিএম
প্রাইম ইউনিভার্সিটির বাংলা বিভাগের তৃতীয়-চতুর্থ ব্যাচের বিদায়ী সংবর্ধনা


প্রাইম ইউনিভার্সিটির বাংলা বিভাগের তৃতীয় ও চতুর্থ ব্যাচের বিদায়ী সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান প্রফেসর ড. রকিবুল হাসান। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুর রহমান।


বিশেষ অতিথি ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আরশাদ আলী, পেট্রোবাংলার কর্মকর্তা নজরুল ইসলাম, ইমপিরিয়াল কলেজের অধ্যাপক ড. আলমগীর হেসেন, সাহিত্যিক-সাংবাদিক মোহাম্মাদ নূরুল হক ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সেলিম উদ্দিন। 


অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তারা বলেন, এই বিদায় প্রকৃতপক্ষে বিদায় নয়, মূলত জ্ঞানের আরেকটি ধাপে উত্তরণের পর্ব মাত্র। শিক্ষার্থীরা যেন তাদের উচ্চশিক্ষা অর্জনের পর দেশ-জাতি-বিশ্বের কল্যাণে নিজেদের নিয়োজিত করেন, সেই আহ্বানও জানান বক্তারা। 

অনুষ্ঠানে গান পরিবেশন, কবিতাপাঠ ও নৃত্য পরিবেশন বিভাগের শিক্ষার্থীরা। 




আরো পড়ুন