১৮ মে ২০২৪, শনিবার



কানাডায় বিয়ের অনুষ্ঠানে গুলি: নিহত ২, আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক || ০৪ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম
কানাডায় বিয়ের অনুষ্ঠানে গুলি: নিহত ২, আহত ৬


কানাডার অটোয়ায় বিয়ের অনুষ্ঠানে বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। স্থানীয় সময় রবিবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টা ২১ মিনিটে অটোয়ার দক্ষিণ-প্রান্তের একটি কনভেনশন হলের পার্কিংয়ে গুলি বর্ষণ শুরু হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

অটোয়া পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কানাডার বৃহত্তম শহর টরেন্টো থেকে ২৬ ও ২৯ বছর বয়সী ২ জনের মৃত্যু হয়েছে। আহত ৬ জনের মধ্যে কয়েকজন আমেরিকান রয়েছে। তাদের জীবন শঙ্কামুক্ত। তবে, তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

কর্তৃপক্ষ জানায়, একই সঙ্গে দু’টি বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বাইরে বন্দুকযুদ্ধ শুরু হয়। অতিথিদের মধ্যে আতঙ্ক দেখা দিলে তারা নিরাপদ জায়গায় আশ্রয় নেয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘ঘটনাস্থল ছেড়ে যাওয়া সম্ভব না হলে পুলিশ আমাদের গাড়িতে থাকতে বলে।’

কানাডার সরকারের মতে, বেশ কয়েকটি শহরে সাম্প্রতিক বছরগুলোতে ঘন ঘন গুলি হামলাসহ সশস্ত্র সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ২০০৯ সাল থেকে দেশটিতে সহিংস বন্দুক হামলা ৮১ শতাংশ বেড়েছে। সূত্র : বাসস 

ঢাকা বিজনেস/এন



আরো পড়ুন