২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



অর্থনীতি
প্রিন্ট

বাংলাদেশকে ঋণের আরও ১০০ মিলিয়ন ডলার পরিশোধ করলো শ্রীলংকা

ঢাকা বিজনেস ডেস্ক || ০১ সেপ্টেম্বর, ২০২৩, ০১:৩৯ পিএম
বাংলাদেশকে ঋণের আরও ১০০ মিলিয়ন ডলার পরিশোধ করলো শ্রীলংকা


কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় নেওয়া ২০০ মিলিয়ন ডলার ঋণের আরও ১০০ মিলিয়ন ডলার বাংলাদেশকে ফেরত দিয়েছে শ্রীলংকা। বৃহস্পতিবার (৩১ আগস্ট)এ অর্থ ফেরত দিয়েছে শ্রীলংকা। বাংলাদেশ ব্যাংকের (বিবি) মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক এতথ্য নিশ্চিত করেন।

মেজবাউল হক বলেন, ‘শ্রীলংকা বৃহস্পতিবার (৩১ আগস্ট) আমাদের কাছে ১০০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছে। এখন তারা বাকি ৫০ মিলিয়ন ডলার যথাসময়ে ফেরত দেবে বলে আশা করা হচ্ছে।’

উল্লেখ্য, বাংলাদেশ ২০২১ সালের আগস্টে শ্রীলংকাকে বৈদেশিক মুদ্রার সঙ্কট মেটাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২০০ মিলিয়ন ডলার  ঋণ দিয়েছিল। দ্বীপ দেশটি সর্বশেষ পরিশোধ করা এই কিস্তিসহ মোট ১৫০ মিলিয়ন মার্কিন ডলার ফেরত দিয়েছে। শ্রীলংকা ১৭ আগস্ট প্রথম কিস্তি হিসাবে ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করে।

ঢাকা বিজনেস/এমএ/




আরো পড়ুন