২৯ জুন ২০২৪, শনিবার



শূন্য রানে ফিরলেন ওপেনার তানজিদ

ক্রীড়া ডেস্ক || ৩১ আগস্ট, ২০২৩, ০৩:০৮ পিএম
শূন্য রানে ফিরলেন ওপেনার তানজিদ


রানের খাতা খুলতে ব্যর্থ টাইগার ওপেনার তানজিদ হাসান। ম্যাচের দ্বিতীয় ওভারে  মহেশ তীক্ষণের বলে এলবিডব্লিউ হয়ে আউট হয়েছেন তিনি। এতে আন্তর্জাতিক অভিষেকেই শূন্যতে ফিরে যেতে হলো বাংলাদেশ ওপেনারকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৮ রান। মোহাম্মদ নাইম ৮ ও তিনে নামা নাজমুল হোসেন শান্ত ০ রানে ব্যাট করছেন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন