১৯ মে ২০২৪, রবিবার



আদি বুড়িগঙ্গা হবে হাতিরঝিলের চেয়েও নান্দনিক: তাপস

স্টাফ রিপোর্টার || ৩০ আগস্ট, ২০২৩, ০২:০৮ পিএম
আদি বুড়িগঙ্গা হবে হাতিরঝিলের চেয়েও নান্দনিক: তাপস


বুড়িগঙ্গাকে সুন্দর করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘আদি বুড়িগঙ্গাকে হাতিরঝিলের চেয়েও নান্দনিক করা হবে।’ বুধবার (৩০ আগস্ট) আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধারে চলমান কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই ঘোষণা দেন।  

মেয়র বলেন, ‘হাতিরঝিলের কাজ শেষ করতে প্রায় ১০ বছর সময় লেগেছিল। আর হাতিরঝিল বদ্ধ জলাশয়। আদি বুড়িগঙ্গা চ্যানেল উন্মুক্ত নদীর অববাহিকা। এখানে একটু ভিন্নতা আছে। যেহেতু নদীর অববাহিকা, তাই এটিকে সুন্দর ও নান্দনিক করে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছি।’

প্রকল্প প্রণয়নের কার্যক্রম চলছে উল্লেখ করে মেয়র বলেন, ‘আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধারে প্রথম পর্যায়ে নিজস্ব অর্থায়নে আমরা ২৫ কোটি টাকা বরাদ্দ রেখেছিলাম। সেখান থেকে প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে প্রাথমিক পর্যায়ের খনন কাজ সম্পন্ন করেছি। এখন দ্বিতীয় পর্যায়ের কাজগুলো হাতে নিয়েছি। আমাদের বাজেটে নিজস্ব অর্থায়নে আরও প্রায় ৩৫ কোটি টাকা অর্থ সংস্থান রেখেছি। বেড়িবাঁধের পাশ দিয়ে ঢালের যে অংশ বিভিন্নভাবে দখল হয়ে গেছিল, সেই অংশটা  এই মৌসুমে দখলমুক্ত করতে চাই।’

তাপস বলেন, ‘এই চ্যানলটি কালুনগর স্লুইচ গেট থেকে মুসলিমবাগ পর্যন্ত দীর্ঘ ৭ কিলোমিটার জুড়ে বিস্তৃত। ভৌগোলিক অবস্থান বিবেচনা করে যেভাবে পরামর্শকরা উপযুক্ত মনে করেন সেভাবেই নকশা প্রণয়নের জন্য আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি। সেই কাজটি চলছে।’

আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধার কার্যক্রম আগামী ৩ বছরের মধ্যে সম্পন্ন করার আশাবাদ জানিয়ে মেয়র বলেন, ‘এটি অত্যন্ত দুরূহ ও বিশাল কর্মযজ্ঞ। প্রকল্প প্রণয়ন করা, প্রকল্প থেকে অর্থসংস্থান পাওয়া, তারপর কাজ শুরু করা; এগুলোতে অনেক সময় লাগে। তবে হাতিরঝিলের মতো ১০ বছর সময় যেন না লাগে, সেজন্যই আমাদের এই কৌশল। প্রাথমিক কাজটা আমরা শেষ করেছি। আশা করছি, প্রকল্প পাস করে কাজ শেষ করতে ৩ বছর লাগবে। এর মধ্যে নিজস্ব উদ্যোগের কাজগুলো আমরা চালিয়ে যাবো।’ 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিসএসসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর, কাউন্সিলরদের মধ্যে ২৪ নম্বর ওয়ার্ডের মো. মোকাদ্দেস হোসেন জাহিদ, ৫৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসেন ও সংরক্ষিত আসনের নিলুফার রহমান প্রমুখ।  

ঢাকা বিজনেস/এন



আরো পড়ুন