২৯ জুন ২০২৪, শনিবার



২ সপ্তাহ নিষিদ্ধ মেসি

ক্রীড়া ডেস্ক || ০৩ মে, ২০২৩, ০৮:০৫ পিএম
২ সপ্তাহ নিষিদ্ধ  মেসি


অনুমতি ছাড়া সৌদি আরব যাওয়ায় ফরাসি ক্লাব পিএসজি থেকে নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। প্রশিক্ষণ এড়িয়ে এমন করায়  মেসিকে দুই সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে পিএসজি কর্তৃপক্ষ। এ সময় পিএসজির হয়ে কোন ম্যাচ বা অনুশীলনে অংশ নিতে পারবেন না তিনি।

 ফরাসি গণমাধ্যম লেকিপের দাবি, এমন কাণ্ডে তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে আর কোন আলোচনায় যাবে না ক্লাব কর্তৃপক্ষ।

মরুর বুকে লিওনেল মেসির ছবি দেখে যেমন সমর্থকরা অবাক হয়েছেলিন, ঠিক তেমনি পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়েরও। লিগ চলাকালীন তার অনুমতি ছাড়াই  মধ্যপ্রাচ্য ভ্রমণ করেছেন আর্জেন্টাইন তারকা। অবশ্য সেই ভুলের মাশুলও গুনতে হচ্ছে তাকে।

সম্প্রতি মেসি সৌদি আরবের পর্যটন ও ২০৩০ বিশ্বকাপ বিডের শুভেচ্ছা দূত হয়েছেন। এর আগে মে মাসে তিনি দেশটির সঙ্গে ২৫ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে চুক্তিবদ্ধ হন।

এদিকে আরএমসি স্পোর্ট অনুযায়ী, চুক্তি ভঙ্গের অভিযোগে মেসিকে তাৎক্ষণিকভাবে ২ সপ্তাহের নিষেধাজ্ঞা দেওয়ায় মেসি আগামী রোববার ট্রয়েসের বিপক্ষে এবং ১৩ মে আজাকিওর বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না। এছাড়া নিষেধাজ্ঞা দুই সপ্তাহ পর্যন্ত  থাকলে আগামী ২১ মে  ক্লাবটির বিপক্ষে মাঠে নামবেন না মেসি।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন