২৬ জুন ২০২৪, বুধবার



পরীমণির মাদক মামলার সাক্ষ্যগ্রহণ ৩০ অক্টোবর

বিনোদন ডেস্ক || ২৮ আগস্ট, ২০২৩, ০৩:০৮ পিএম
পরীমণির মাদক মামলার সাক্ষ্যগ্রহণ ৩০ অক্টোবর


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়েছে। সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী তারিখ আগামী ৩০ অক্টোবর ধার্য করেছেন আদালত।

সোমবার (২৮ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।

এ দিন পরীমণির পক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতে হাজিরা দেন এবং মামলাটি উচ্চ আদালতে স্থগিতাদেশ শুনানির জন্য আদেশ আছে বলে জানান। এরপর আদালত পরবর্তী কার্যক্রমের জন্য আগামী ৩০ অক্টোবর দিন ধার্য করেন।

এর আগে, গত ৯ জানুয়ারি মামলাটির কার্যক্রম ৬ মাস স্থগিত থাকবে বলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আদেশ দেন।

২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাব। এতে বেশকিছু মাদকদ্রব্য উদ্ধার হয়। পরদিন ৫ আগস্ট র‍্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় দায়ের করেন। চলতি বছরের ৫ জানুয়ারি আদালত পরীমণিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

ঢাকা বিজনেস/এন



আরো পড়ুন