২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



নির্বাচনি মামলায় ২০ মিনিট কারাগারে ছিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || ২৫ আগস্ট, ২০২৩, ১০:৩৮ এএম
নির্বাচনি মামলায় ২০ মিনিট কারাগারে ছিলেন ট্রাম্প


যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের ফলাফলে হস্তক্ষেপের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আত্মসমর্পণ করেন। এরপর অন্তত ২০ মিনিট তিনি কারাগারের ভেতরে অবস্থান করেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট)  জর্জিয়ার ফুলটন কাউন্টি কারাগারে তাকে গ্রেপ্তার দেখানো হয়। কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আত্মসমর্পণের পরে মুচলেকা দিয়ে জামিনে মুক্তি পান ট্রাম্প। তার জামিনে মুচলেকার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ডলার। কারাগারে সাবেক প্রেসিডেন্টের আঙুলের ছাপ ও মুখমণ্ডলের ছবি (মাগশট) নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প হচ্ছেন প্রথম প্রেসিডেন্ট যার মাগশুট নেওয়া হয়েছে। একই সঙ্গে বন্দী হিসেবে তার নাম্বার প্রকাশ করেছে কারাগার।

বেশিক্ষণ কারাবন্দী থাকতে হয়নি সাবেক এই প্রেসিডেন্টকে। ২০ মিনিট পর কারাগার থেকে ছাড় পান তিনি। এ নিয়ে চলতি বছরে দুবার গ্রেপ্তার হলেন ডনাল্ড ট্রাম্প। এর আগে গত এপ্রিলে পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় নিউইয়র্কের ম্যানহাটানের আদালতে ট্রাম্পকে গ্রেপ্তার করা হয়।

ট্রাম্প ও তার ১৮ সহযোগীর বিরুদ্ধে ২০২০ সালে জর্জিয়ায় নির্বাচনের ফল বদলে দেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয় গত ১৪ আগস্ট। এ বিষয়ে ৯৮ পৃষ্ঠার বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে ট্রাম্পসহ ১৯ জনের বিরুদ্ধে ৪১টি অভিযোগ আনা হয়। অভিযুক্তদের সংঘবদ্ধ অপরাধী চক্র হিসেবে আখ্যা দেওয়া হয়। জর্জিয়ার গ্র্যান্ড জুরি ট্রাম্পসহ তাদের বিরুদ্ধে র‍্যাকিটেরিং ইনফ্লুয়েন্সড অ্যান্ড করাপ্ট অর্গানাইজেশন (আরআইসিও) আইন ভঙ্গের অভিযোগ আনেন।

ডনাল্ট ট্রাম্পের বিরুদ্ধে ফুলটন কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফ্যানি উইলিস এসব অভিযোগ করেন। গত ১৪ আগস্ট ফ্যানি উইলিস বলেছিলেন, নির্বাচনের ফলাফল নিয়ে জর্জিয়ার আইনি প্রক্রিয়া অবলম্বনের বদলে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে আরও ব্যাপক পরিসরে অপরাধে জড়িয়ে পড়েন। পরে ডনাল্ড ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন এমন শঙ্কার কথা আগেই প্রচার করেছিলেন ট্রাম্প। বৃহস্পতিবার তা ফের বাস্তবে রূপ নিল। তবে ২ লাখ ডলারের মুচলেকা সাপেক্ষে তিনি কারাগার থেকে মুক্তি পান। 

ট্রাম্পের গ্রেপ্তারের পর কারাগারের নথির বরাত দিয়ে সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। কারা নথিতে আরও উল্লেখ করা হয়েছে, তার ওজন সাড়ে ৯৭ কেজি। তার চোখের রং নীল। চুলের রং সোনালী। আদালতে জামিন আবেদন করতে পরবর্তী তারিখে তিনি আবার আসবেন।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন