বঙ্গবাজার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে উৎসুক জনতার ভিড়সহ তিন কারণকে দায়ী করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আছে, আর ছড়াবে না। তবে, পুরোপুরি নেভাতে আরেকটু সময় লাগবে।’
মাইন উদ্দিন আরও বলেন, ‘আগুন নেভাতে দেরি লাগার প্রধান কারণ উৎসুক জনতা। তাদের ভিড়ে রাস্তা প্রায় বন্ধ হয়ে আছে। এ ছাড়াও, পানির সংকট ছিল এবং ঘটনাস্থালে অনেক বাতাস ছিল। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।’
তিনি বলেন, ‘আগুনের ঘটনায় সিভিলিয়ান কেউ হতাহতের খবর এখন পর্যন্ত পাইনি। ফায়ার সার্ভিসের ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন গুরুতর অবস্থায় বার্ন ইউনিটে আছেন।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে দোকানদারদের হামলার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের সব পদবির কর্মচারীরা আপনাদের জন্য জীবন দেন। গত ১ বছরে ১৩ জন ফায়ারফাইটার শহীদ হয়েছেন, যারা ‘অগ্নি বীর’ খেতাব পেয়েছেন। আহত হয়েছেন ২৯ জন। এমনকি আজকে ৮ জন আহত হয়েছেন। তারপরও কেন বা কারা ফায়ার সার্ভিসের ওপর আঘাত করেছে?’
প্রসঙ্গত, সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সহযোগিতায় সকাল থেকেই কাজ করেন সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা।
ঢাকা বিজনেস/এইচ