২৬ জুন ২০২৪, বুধবার



আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ওয়াহাব রিয়াজ

ক্রীড়া ডেস্ক || ১৭ আগস্ট, ২০২৩, ০৪:০৮ পিএম
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ওয়াহাব রিয়াজ


আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানের ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ। দেশের হয়ে ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখা যাবে তাকে। বুধবার (১৬ আগস্ট) এক টুইট বার্তায় অবসরের ঘোষণা দেন তিনি।

ক্যারিয়ারে ২৭ টেস্ট, ৯১ ওয়ানডে ও ৩৬ টি-টোয়েন্টি খেলেছেন রিয়াজ। শেষবার জাতীয় দলের জার্সি পরেন ২০২০ সালের ডিসেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে। টেস্টে ৩৪.৫০ গড়ে ৮৩ উইকেট নেন এই পেসার। ওয়ানডেতে তার শিকার ১২০ উইকেট ও টি-টোয়েন্টিতে ৩৪টি। সম্প্রতি সবশেষ পিএসএলে খেলেছেন পেশাওয়ার জালমির হয়ে।

টুইটারে ওয়াহাব লিখেছেন, ‘আন্তর্জাতিক পিচ থেকে সরে দাঁড়াচ্ছি। অবিশ্বাস্য একটি সফল শেষে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। পিসিবি, আমার পরিবার, কোচ, মেন্টর, সতীর্থ, ভক্ত ও আমাকে সমর্থন করা প্রত্যেককে বড় ধন্যবাদ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বিশ্বে রোমাঞ্চকর সময় আসছে।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন