২৬ জুন ২০২৪, বুধবার



কক্সবাজার পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

কক্সবাজার সংবাদদাতা || ১২ জুন, ২০২৩, ১০:০৬ এএম
কক্সবাজার পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে


ব্যাপক নিরাপত্তা বলয়ের মধ্যে চলছে কক্সবাজারের পৌরসভা নির্বাচন।সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে পৌর এলাকার মোট ১২টি ওয়ার্ডের ৪৩টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে শুরু হয়েছে ভোটগ্রহণ। 

জানা যায়, নাগরিকদের শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিতে এরই মধ্যে কেন্দ্রগুলোতে ৭৯০ জন পুলিশ, ৭ প্লাটুন বিজিবি, ১২ ওয়ার্ডে ১২টি র‍্যাবের পেট্রোল টিম, ১২ ওয়ার্ডে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সঙ্গে ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পৌরসভার প্রতিটি ভোট কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে ভোটাদের দীর্ঘ লাইন আর ব্যাপক উপস্থিতি লক্ষণীয়। তবে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যা একটু বেশি। সকালে ভোটগ্রহণ শুরুর পর পৌরসভার ৩নং ওয়ার্ডের সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মাশেদুল হক রাশেদ। একই ওয়ার্ডের ওমেদ আলী বিদ্যালয় কেন্দ্রে সকালে ভোট দেন ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাহাবুবুর রহমান মাবু।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোছাইন বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণভাবেই চলছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে শেষ হবে ভোট।’ 

কক্সবাজার পৌর নির্বাচনে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৫৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থীসহ ৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তাফহীম/এইচ



আরো পড়ুন