১৮ মে ২০২৪, শনিবার



তুরস্ক-সিরিয়ায় মৃত ২০ হাজার ছাড়ানোর শঙ্কা ডব্লিউএইচওর

আন্তর্জাতিক ডেস্ক || ০৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:৩২ পিএম
তুরস্ক-সিরিয়ায় মৃত ২০ হাজার ছাড়ানোর শঙ্কা ডব্লিউএইচওর


তুরস্ক-সিরিয়ায় দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দুটি দেশে আরো ভবন ধসে পড়ার শঙ্কা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) টেলিগ্রাফের একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়। 

ডব্লিউএইচও’র ইউরোপ অঞ্চলের জ্যেষ্ঠ জরুরি কর্মকর্তা ক্যাথরিন স্মলউড বলেছেন, ‘দেশ দুটিতে আরো (ভবন) ধসের শঙ্কা রয়েছে। তাই আমরা (নিহতের) প্রাথমিক সংখ্যা ৮ গুণ বাড়ার আশঙ্কা করছি ‘

তিনি বলেন, ‘ভূমিকম্পের ক্ষেত্রে আমরা সবসময় একই জিনিস দেখতে পাই, সেটি হলো- প্রাথমিক খবরে পাওয়া হতাহতের সংখ্যা পরবর্তী সপ্তাহে উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।’

প্রতিবেদন থেকে জানা যায়, এখনো অনেক এলাকায় উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি। তা-ছাড়া বিরূপ আবহাওয়ায় বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হওয়ারও সংবাদ পাওয়া গেছে। ফলে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা লোকদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (আফাদ) তথ্যমতে, দেশটিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৯২১ জনে পৌঁছেছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে সিরিয়া সীমান্তের কাছে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৪ হাজার ৮৮১ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে।  

ঢাকা বিজনেস/এম 



আরো পড়ুন