২১ ডিসেম্বর ২০২৪, শনিবার



মাঠে ফিরেই জোড়া গোল নেইমারের

ক্রীড়া ডেস্ক || ০৩ আগস্ট, ২০২৩, ০২:৩৮ পিএম
মাঠে ফিরেই জোড়া গোল নেইমারের


রাজার বেশেই পাঁচ মাস পর মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। জোড়া গোল করে পিএসজিcj দারুণ জয় এনে দিয়েছেন। বৃহস্পতিবার (৩ আগস্ট) দক্ষিণ কোরিয়ার বুসান আসাইদ স্টেডিয়ামে স্থানীয় ক্লাব জেওনবাকেকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি।

প্রথমার্ধের ৪০ মিনিটে দলকে এগিয়ে দেন নেইমার। ৮৩ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। ৮৮ মিনিটে ৩-০ করেন মার্কো আসেনসিও। 

বড় স্বপ্ন নিয়ে ২০১৭ সালে নেইমারকে দলে ভিড়িয়েছিল পিএসজি। পারফরম্যান্স খারাপ ছিল না। কিন্তু একের পর এক চোট তাকে দলে অনিয়মিত করে দেয়। গত মৌসুমের বেশিরভাগ সময়ই চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে নেইমারকে। প্রাক মৌসুমের শুরুর ম্যাচগুলোতেও খেলতে পারেননি। অবশেষে মাঠে ফিরলেন।

আগামী ১৩ আগস্ট থেকে শুরু হবে লিগ ওয়ানের নতুন মৌসুম। আশা করা যাচ্ছে, প্রথম ম্যাচ থেকেই পিএসজির জার্সিতে মাঠে দেখা যাবে নেইমারকে।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন