বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পুতুলকে ঘিরে নির্মিত সিনেমা ‘বার্বি’। যে সিনেমায় রয়েছেন একঝাঁক তারকা। সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই ইন্টারনেট জগতে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। ঝড় লেগেছে হলিউডের বক্স অফিসেও। মুক্তির ৯ দিনে সিনেমাটি ৭০০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে। ধারণা করা হচ্ছে চলতি সপ্তাহেই সিনেমাটি বিশ্বজুড়ে ১ বিলিয়ন ডলার আয় ঘরে তুলবে। সেইসঙ্গে হলিউডের সব ইতিহাস ভেঙে নতুন রেকর্ড করবে বলেও প্রত্যাশা করছেন হলিউড বিশ্লেষকরা।
মুক্তির দ্বিতীয় সপ্তাহের শুরুতেই ইউএসএসহ বিশ্বের বিভিন্ন দেশে আয় বেড়েছে ‘বার্বি’ সিনেমার। নির্মাতা গ্রেটা গারউইগ এমনটাই জানান। ইতোমধ্যেই শুধু আমেরিকা থেকে সিনেমাটি আয় করেছে ৫০ মিলিয়নের কাছাকাছি। যা মাত্র ৯ দিনে অন্য কোনো সিনেমা আয় করতে পারেনি। তাই হলিউড বিশ্লেষকদের মতে ‘বার্বি’ ইতিহাসের অন্যতম ব্যবসাসফল সিনেমা হতে যাচ্ছে।
ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ‘বার্বি’ পরিচালনা করেছেন গ্রেটা গেরউইগ। সিনেমায় মার্গট রবি ও রায়ান গসলিং দুজন বার্বি ও কেইন হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া মার্কিন পপ তারকা ডুয়া লিপা মারমেইড বার্বি চরিত্রে অভিনয় করেছেন। নিকোলা কফলানকে কূটনীতিক বার্বি চরিত্রে দেখা যাবে। আনা ক্রুজ কেইন আসবেন বিচারপতি বার্বি হয়ে। ‘ইনসিকিউর’খ্যাত ইসারে অভিনয় করেছেন প্রেসিডেন্ট বার্বির চরিত্রে। এমা ম্যাকিকে দেখা যাবে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী বার্বির চরিত্রে।
মার্গট রোবি ও রায়ান গসলিং তারা দুজন বার্বি ও কেইন হিসেবে মূল চরিত্রে থাকবেন। কিন্তু এখানেই শেষ নয়; ফ্যাশন পুতুলের জগতে রয়েছে শত শত বার্বি। যেমন সিনেমায় মার্কিন পপ তারকা ডুয়া লিপা ‘মারমেইড বার্বি’ চরিত্রে অভিনয় করেছেন।
এ সিনেমা নিয়ে দেশে দেশে তৈরি হয়েছে উন্মাদনা। দর্শক বার্বির পোশাকের সঙ্গে মিলিয়ে সাজসজ্জা করে সিনেমা দেখতে হলে যাচ্ছেন। বিশ্বজুড়ে অনেক তারকাই সিনেমাটি দেখে তাদের ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ কেউ বার্বি সাজে নিজেকে হাজির করেছেন সোশ্যাল মিডিয়ায়।
ঢাকা বিজনেস/এন/