খুলনায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকালে খুলনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার।
প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত সচিব বলেন, আগামীর কৃষি হবে আধুনিক কৃষি। এক সময়ের খাদ্য ঘাটতির বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ক্লাইমেট স্মাট প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর ফলে আগামীতে খাদ্যশস্য রপ্তানি করা যাবে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল জেলায় ২৮টি উপজেলায় এই প্রকল্পের কাজ চলমান রয়েছে। সরকার কৃষিতে ব্যাপক উন্নয়ন করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, ‘কোনো জমি পতিত রাখা যাবে না। পতিত জমিতে যে ধরনের ফসল উৎপাদন হয়, সেই ধরনের ফসল উৎপাদন করতে হবে। আধুনিকভাবে চাষাবাদ করতে সরকার কৃষকদের সব ধরনের সহায়তা করে যাবে।’ কৃষকের ফসল বিক্রিতে যেন অসুবিধা না হয় সে জন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নিদের্শনা প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, খুলনার জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ইউসুপ আলী ও কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক সিফাত মেহনাজ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. ফরিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাফিজুর রহমান।
ধারণাপত্র উপস্থাপন করেন ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনার কৃষি জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের পরিচালক শেখ ফজলুল হক মনি। খুলনা মেট্রোপলিটন কৃষি অফিস, দৌলতপুর ও লবণচরা কৃষি অফিস যৌথভাবে এই মেলার আয়োজন করে।
এর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। তিন দিনব্যাপী এই মেলায় ১০টি স্টল রয়েছে। এসব স্টলে উন্নত চাষাবাদের বিভিন্ন মডেল প্রদর্শন করা হচ্ছে।
তুরান/এম