২৪ নভেম্বর ২০২৪, রবিবার



আদানি গ্রুপের বিদ্যুৎ বাণিজ্যিকভাবে আসা শুরু

ঢাকা বিজনেস ডেস্ক || ১০ এপ্রিল, ২০২৩, ০৭:৩৪ এএম
আদানি গ্রুপের বিদ্যুৎ বাণিজ্যিকভাবে আসা শুরু


ভারতের আদানি পাওয়ার লিমিটেড (এপিএল)-এর  আলট্রা সুপার ক্রিটিকাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট- ক্ষমতা একটি ইউনিট বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।  দেশটির ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত এই ইউনিট থেকে  বাণিজ্যিকভাবে ৭৪৮ মেগাওয়াট  বাংলাদেশে আসা শুরু হয়েছে।  রোববার (৯ এপ্রিল) আদানি পাওয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আদানি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এসবি খালিয়া বলেন, বাংলাদেশ-ভারতের দীর্ঘস্থায়ী সম্পর্কে গোড্ডা বিদ্যুৎকেন্দ্র একটি কৌশলগত সম্পদ।  এই কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি আরও সহজ হবে। যা দেশটির শিল্প ও ইকোসিস্টেমকে আরও প্রতিযোগিতাপূর্ণ রূপ দেবে। এটি  এই অঞ্চলের সবচেয়ে কার্যকর ও পরিবেশবান্ধব তাপবিদ্যুৎ কেন্দ্র হতে চলেছে।  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোড্ডার এই তাপবিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ নিতে ২০১৭ সালের নভেম্বরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এপিএলের পূর্ণ মালিকানাধীন আদানির সঙ্গে একটি দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করে।

শুক্রবার (৭ এপ্রিল) বোম্বে স্টক এক্সচেঞ্জে এক ঘোষণায় আদানি বলেছে, ঝাড়খণ্ডের গোড্ডায় আদানির একটি কেন্দ্র থেকে  ৮০০  মেগাওয়াট করে দুটি কেন্দ্রে মোট ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ  উৎপাদন হবে। এর মধ্যে প্রথম ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। 

তব, কবে থেকে বিদ্যুৎ আসতে শুরু হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য না জানালেও পরীক্ষামূলক উৎপাদনে ৫ এপ্রিল  পিক আওয়ারে ৬৮৫ এবং সন্ধ্যায় (পিক) ৭৪৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ নেওয়া হয় এসেছে বলে জানানো হয়।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৯ নভেম্বরে বাংলাদেশ সরকারের প্রতিনিধির উপস্থিতিতে ভারতের পাওয়ার গ্রিডের সঙ্গে ডেডিকেটেড সঞ্চালন লাইনের মাধ্যমে গোড্ডার প্রথম ইউনিটের সংযোগ স্থাপন করে আদানি। এরপর চলতি বছরের মার্চে বাংলাদেশ অংশের প্রয়োজনীয় ট্রান্সমিশন সিস্টেমের কার্যক্রম শুরু হয়। ২০ মার্চ আদানির প্রথম ইউনিট আবার পাওয়ার গ্রিডের সঙ্গে সমন্বয়ে আসে। এরপর পরীক্ষামূলক কার্যক্রম চালিয়ে ৫ এপ্রিল বিপিডিবি এবং পাওয়ার গ্রিড করপোরেশন অব বাংলাদেশের (পিজিসিবি) কর্মকর্তাদের উপস্থিতিতে বাণিজ্যিক কার্যক্রমের নিরীক্ষা চালানো হয়।

/ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন