২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



ব্রাহ্মণবাড়িয়ায় দোকান থেকে কোটি টাকার মোবাইল চুরি

ব্রাহ্মণবাড়িয়া করেসপন্ডেন্ট || ২৭ জুলাই, ২০২৩, ০১:৩৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায়  দোকান থেকে কোটি টাকার মোবাইল চুরি


ব্রাহ্মণবাড়িয়ায় শহরের একটি মার্কেটের দুটি দোকান থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের মূল্যবান ফোন চুরি হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোরে শহরের এলআর প্লাজার মোবাইল মেলা নামের দুটি দোকানে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

দোকানের মালিক জিসান বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে আমি মার্কেটে আসি। এসে দেখি দোকানের সাটার লাগানো, তবে তালাগুলো খোলা। পরে দোকানের ভেতরে ঢুকে দেখি সব দামি ব্র্যান্ডের প্রায় ২০০ শতাধিক মোবাইল ফোন চুরি হয়েছে। কম দামের মোবাইলগুলো আছে।

জিসান  আরও বলেন, ‘চুরি হওয়া মোবাইলগুলোর মধ্যে আইফোন-১৪ প্রো ম্যাক্স, আইফোন-১৩ প্রো ম্যাক্স, আইফোন-১৩, আইফোন-১২ প্রো ম্যাক্স, আইফোন-১১ প্রো ম্যাক্স, গুগল পিক্সেল ৭ প্রো, অপোর বিভিন্ন মডেলের, ভিভোর বিভিন্ন মডেলের, শাওমি বিভিন্ন মডেলের, ওয়ান প্লাস ব্র্যান্ডেসহ স্যামসাংয়ের ফোল্ড-৩ , ফোল্ড-৪, ফ্লিপ-৩ ও ফ্লিপ-৪ মডেলের মোবাইল চুরি হয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, চুরির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। চুরির বিষয়টিতে ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন