২৬ জুন ২০২৪, বুধবার



ঢাকায় থার্ড জেন্ডারদের জন্য হবে জব ফেয়ার: পলক

স্টাফ রিপোর্টার || ২৬ জুলাই, ২০২৩, ১১:০৭ পিএম
ঢাকায় থার্ড জেন্ডারদের জন্য হবে জব ফেয়ার: পলক


থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডাররা যাতে তাদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ পায় সে জন্য ঢাকায় আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে 'জব ফেয়ার' করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁও সংলগ্ন আইসিটি টাওয়ারের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে দেশের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডারদের আইসিটি বিষয়ে দক্ষ করে তুলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ‘আইসিটি প্রশিক্ষণ কোর্সের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পলক বলেন, ‘আমরা এফবিসিসিআই (ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি), বেসিস, ই-ক্যাবসহ আমাদের যত বন্ধুসংস্থা আছে, তাদের নিয়ে শুধু সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডাদের জন্য আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে বড় পরিসরে একটি স্মার্ট এমপ্লয়মেন্ট ফেয়ার করবো।’

এই জব ফেয়ারে চাকরিদাতা ও চাকরিপ্রার্থীদের একটি সেতুবন্ধ তৈরি করে দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‌‘এই ফেয়ারে চাকরিপ্রার্থীরা সিভি ড্রপ করে, ইন্টারভিউ দিয়ে যদি নিজেকে দক্ষ, যোগ্য প্রার্থী হিসেবে প্রমাণ করতে পারে, তাহলে সঙ্গে সঙ্গে অন দ্য স্পটে তাদের চাকরি পাওয়ারও সুযোগ থাকবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘যদি কেউ চাকরি না পায়, তাহলে তাদের অবহেলা করা হবে না। তাদের চাকরি না পাওয়ার কারণটি অনুধাবন করানোর চেষ্টা করা হবে। তাদের ভুলগুলো খুঁজে বের করে তখন সে বিষয়ে একটি সেশন পরিচালনা করা হবে।’

তিনি বলেন, ‘কারো হয়তো সেলফ প্রেজেন্টেশন দক্ষতার ঘাটতি। আবার কারো কমিউনিকেশন স্কিলে কিংবা ল্যাংগুয়েজ স্কিলে দক্ষতার ঘাটতি পাওয়া গেল। তখন আমরা সেসব ঘাটতি বের করে তা কাটিয়ে উঠতে তাকে কী করতে হবে, কার কাছে যেতে হবে, কারা সহযোগিতা করতে পারে, সে বিষয়ে পরামর্শসহ যথাযথ ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হবে।’

পরে নিবন্ধন করে তাকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলে তার দক্ষতা ও যোগ্যতা অনুসারে তাকে কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার আশ্বাস দেন জুনাইদ আহমেদ পলক।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক সালেহ আহমেদ, কোডারসট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান আজিজ আহমেদ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক রণজিৎ কুমার এবং প্রশিক্ষণ ও উন্নয়ন পরিচালক গোলাম সারওয়ার প্রমুখ।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন