১৮ মে ২০২৪, শনিবার



রাবিতে ‘সাঁতাও’

বিনোদন ডেস্ক || ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:৩২ পিএম
রাবিতে ‘সাঁতাও’


এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনী হতে যাচ্ছে খন্দকার সুমনের‘সাঁতাও’। বুধবার (২২ ফেব্রুয়ারি) রাবির শহিদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক-সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ‘সাঁতাও’ চলচ্চিত্রের তিনটি শোয়ের আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

কৃষকের  সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সার্বজনীন রূপ ও সুরেলা জনগোষ্ঠীর সুখ-দুঃখ, হাসি-কান্নায় আবর্তিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁতাও’। গ্রামীণ আবহ ফুটিয়ে তুলতে নির্মাতা যেমন কৃত্রিম আলোর স্বল্প ব্যবহার করেছেন। নৌকা বাইচ, গ্রামের বাজার, দুর্গাপূজার মেলা, ঈদের দিনগুলোর শুটিংয়ের জন্য আলাদা সেট ফেলে ক্যামেরা ধরার পরিবর্তে অপেক্ষা করেছেন। ঈদ, পূজা, বাজার কিংবা মেলার দিনেই প্রকৃত ঘটনার ভেতর চরিত্র ঢুকিয়ে দিয়ে দৃশ্যধারণ করেছেন। যাতে দর্শকের কাছে গল্পগুলো জীবন্ত হয়ে উঠেছে।

আজ বেলা ৩টা, বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় দর্শনীর বিনিময়ে ছবিটির তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। গণ-অর্থায়নে নির্মিত একটি স্বাধীন ধারার চলচ্চিত্র ‘সাঁতাও’। 

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন