শিল্প-সাহিত্যের পুণ্যভূমি বগুড়ার একটি শ্যামল গ্রাম বামিহাল। এই গ্রাম থেকে প্রকাশিত হয়ে আসছে শিল্প-সাহিত্যের ছোটকাগজ, ‘বামিহাল’ (সূক্ষ্ম চিন্তার খসড়া)। গত বছর বামিহাল যুগবর্ষ উদযাপন উপলক্ষে ‘বামিহাল সাহিত্য পুরস্কার’ চালু করা হয় এবং দেওয়া হয়।
শিল্প-সাধনা ও গৌরবের এই সময়ে এসে গতবারের ন্যায় বামিহাল এবারেও বামিহাল সাহিত্য উৎসব ও পুরস্কার প্রদান অনুষ্ঠান উদযাপন অব্যাহত রাখছে। বাংলা শিল্প-সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য ২ বিভাগে ৫ ক্যাটাগরিতে ৭ জন সাহিত্যিকের নামে ‘বামিহাল সাহিত্য পুরস্কার ২০২৩’ ঘোষণা করে।
‘বামিহাল সাহিত্য পুরস্কার ২০২৩’ প্রাপ্তরা হলেন, কবিতায়- মাসুদার রহমান, ছোটকাগজ সম্পাদনায় লোক সম্পাদক অনিকেত শামীম, শিশুসাহিত্যে হোসনে আরা জেমি, প্রবন্ধে আবু সাঈদ তুলু ও ছোটগল্পে আনিফ রুবেদ।
এছাড়াও প্রতিশ্রুতিশীল দুই তরুণ সাহিত্যিককে বামিহাল তরুণ সাহিত্য পুরস্কারে জন্য মনোনিত করা হয়েছে। তারা হলেন, কবিতায় বিপ্লব রায় এবং কথাসাহিত্যে সাব্বির জাদিদ।
বামিহাল সম্পাদক রনি বর্মন জানান, শুক্রবার (২৮ জুলাই) দিনব্যাপী বামিহাল সাহিত্য উৎসবের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বগুড়ার জেলার শেরপুর থানাধীন বিশালপুর ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে। বামিহাল সাহিত্য উৎসব উদ্বোধন করবেন বিশিষ্ঠ কবি ও ছোটকাগজ সম্পাদক মাহমুদ কামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট কবি ফরুক মাহমুদ। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
ঢাকা বিজনেস/এন/