২৬ জুন ২০২৪, বুধবার



খাজা টাওয়ারে অগ্নিকাণ্ড: সাইফ পাওয়ারের ব্যাপক ক্ষতি

স্টাফ রিপোর্টার || ২৯ অক্টোবর, ২০২৩, ০৯:১০ পিএম
খাজা টাওয়ারে অগ্নিকাণ্ড: সাইফ পাওয়ারের ব্যাপক ক্ষতি


মহাখালীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড। গত ২৬ অক্টোবর ঘটা অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা নিহত হয়েছেন। সাইফ পাওয়ারটেক সূত্রে এ তথ্য জানা গেছে।

সাইফ পাওয়ারটেক সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর আগুন লাগে মহাখালীর খাজা টাওয়ারে। এতে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সাইফ পাওয়ারটেক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভবনটির একাধিক ফ্লোরে সাইফ পাওয়ায়ের অফিস রয়েছে। সাইফ পাওয়ারের অঙ্গ প্রতিষ্ঠান ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রকল্প সমন্বয়ক রফিকুল ইসলাম মারা যান। এছাড়া প্রতিষ্ঠানটির পরিচালক আমিনুজ্জামামসহ আহত হয়েছেন ১৮ জন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, একাধিক ফ্লোরে সাইফ পাওয়ারের অফিসগুলো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। আহত সবাই এখন ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইতোমধ্যেই পরিচালক আমিনুজ্জামান ছাড়া বাকী সবাই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

সাইফ পাওয়ারটেকের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. হাসান রেজা জানান, ক্ষয়ক্ষতি এখনও নিরুপন করা সম্ভব হয়নি। পুরে যাওয়া ধ্বংসের স্তুপের কারণে ক্ষয়ক্ষতির হিসাবে কিছুটা সময় লাগছে।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন