২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



‘বৈশ্বিক সংকটেও দেশের অর্থনীতি গতিশীল রয়েছে’

স্টাফ রিপোর্টার || ১৯ জুলাই, ২০২৩, ০৬:৩৭ পিএম
‘বৈশ্বিক সংকটেও দেশের অর্থনীতি গতিশীল রয়েছে’


বৈশ্বিক মন্দার চাপ সত্ত্বেও দেশের অর্থনীতি এগিয়ে চলেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘সরকার ২০২৬ সালের পর উন্নয়নশীল দেশে পরিণত হতে পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।’

বুধবার (১৯ জুলাই) সন্ধ্যায় গণভবনে ক্ষমতাসীন আওয়াামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘সারাবিশ্বে ডলার সংকট রয়েছে এবং আমাদের ওপরও এর প্রভাব রয়েছে। কিন্তু তারপরও আমি বলবো, আমাদের দেশের অর্থনীতি গতিশীল রয়েছে।’

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘কিছু চ্যালেঞ্জের পাশাপাশি উন্নয়নশীল জাতি গঠনের প্রক্রিয়া বাস্তবায়নের পর কিছু সুবিধা হবে।’

এ প্রসঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে একটি উপ-কমিটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিণত হওয়ার পর সুযোগ ও চ্যালেঞ্জগুলো যাচাই-বাছাই করে কাজ করছে।

তিনি আরও বলেন, ‘সব বিষয় (উন্নয়নশীল দেশ সংক্রান্ত) আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার সমাজের সব বিষয়কে সমন্বয় করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সে কারণেই আজকের বাংলাদেশ সারাবিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল।’

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন